রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ১০ নভেম্বর, ২০২৪, ২৬ কার্তিক ১৪৩১
The Daily Post

পাবনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা 

পাবনা প্রতিনিধি

পাবনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা 

পাবনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা গত রোববার জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভা সূত্রে জানা যায়, জেলা সমাজসেবা কার্যালয়ের মাধ্যেমে জেলায় ১ লাখ ৬৭ হাজার ভাতাভোগীর মধ্যে ২২০ কোটি টাকা দেয়া হয়। 

ফসলি জমিতে মাটি কাটা হচ্ছে এসব বন্ধ করতে ওয়েব পোর্টাল আপডেট করতে হবে। উন্নয়ন কাজের তালিকা করতে হবে। শতভাগ বিদ্যুতায়ন হয়েছে, নতুন সংযোগের জন্য আবেদন করলে ৭ থেকে ১৮ দিনের মধ্যে সংযোগ দেয়া হচ্ছে। 

পাবনা বিদ্যুৎ বিভাগ ট্রান্সমিটার চুরিরোধে বিশেষ অবদানের জন্য রাজশাহী বিভাগে শ্রেষ্ঠ হয়েছে। চামড়া সংরক্ষণের জন্য ব্যবস্থা নেয়া হবে। ৬০ কোটি টাকা ব্যয়ে সুজানগর-চাটমোহর ও ভাঙ্গুড়া পৌরসভার পানি সরবরাহে ব্যবস্থা সম্পূর্ণরূপে অকার্যকর রয়েছে। 

মডেল মসজিদেও বিদ্যুৎ বিল সমস্যা সমাধান। প্রাকৃতিক দুর্যোগ তথ্য দ্রুত জেলা প্রশাসনকে অবহিত করতে হবে। অনাবাদী জমি আবাদযোগ্য করার ব্যবস্থাসহ বিভিন্ন বিষয় সিদ্ধান্ত হয়। 

পাবনা জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন পাবনা পৌরমেয়র শরীফ উদ্দিন প্রধান, অতিরিক্ত জেলা প্রশাসক শরীফ আহমেদ, এএসপি জিয়াউর রহমান, চাটমোহর উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল হামিদ মাস্টার, ভাঙ্গুড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. বাকি বিল্লাহ, এলজিইডির নির্বাহী প্রকৌশলী আনিসুর রহমান মণ্ডল, সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আবুল মনসুর আহমেদ, গণপূর্ত বিভাগের প্রকৌশলী আব্দুস সাত্তার, জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আতিকুল ইসলাম, জেলা শিক্ষা কর্মকর্তা রোস্তাম আলী, চেম্বার্স সভাপতি সাইপ্তল আলম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নিখিল চন্দ্র হালদার, বেড়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শুধাংশ কুমার সরকার প্রমুখ।                                

টিএইচ